তেহরানের জুমার খতিব;
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী আজকের খুৎবায় বলেন: মিনা ট্র্যাজেডি এবং মৃত হাজিদের লাশের অবমাননার জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা জরুরি।। তিনি আরও বলেন, মিনা বিপর্যয়ে বিশ্ব মুসলমানের হৃদয়ে যে আঘাত লেগেছে তার ছাপ সহজে মুছবে না।
সংবাদ: 3383369 প্রকাশের তারিখ : 2015/10/09